অধ্যক্ষ এর বানী

ফুলবাড়িয়া  কলেজটি ফুলবাড়িয়া  উপজেলার  সর্বোচ্চ বিদ্যাপীঠ । মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ সহযোগীতায় কলেজটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৮০ সালে এমপিওভুক্ত হয় ।  তৎকালীন সরকারের মাননীয় শিল্পমন্ত্রী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মহোদয় কলেজটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন । কলেজ ক্যাম্পাসটি প্রায় তিন একর সবুজ জমি আর মনোরম কয়েকটি সুউচ্চ অট্টালিকা নিয়ে উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত । উচ্চ মাধ্যমিক (জেনারেল ও বিএমটি), ডিগ্রী সহ  কলেজটিতে সাতটি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে এবং কলেজটিতে পাচঁ হাজারের অধিক ছাত্র-ছাত্রী অধ্যয়ন করিতেছে । কলেজটি উপজেলার শ্রেষ্ঠ কলেজ পুরস্কারসহ প্রতিবছরই বিভিন্ন জাতীয় পুরষ্কার পেয়ে থাকে । ফুলবাড়ীয়াবাসীর ঐকান্তিক সহযোগীতায় কলেজটি এগিয়ে চলেছে উজ্জ্বল আগামীর পথে ....... ।

মোঃ আমজাদ হোসেন

অধ্যক্ষ (চলতি দায়িত্ব)

মোবাইল : 01712819240

নোটিশ বোর্ড

ভিজিটর

  • মোট ভিজিটর : 103596
  • আজকের ভিজিটর : 9
  • বর্তমানে অনলাইনে আছে : 1